শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
নুর হোসেন রেইন, ভ্রাম্যমান প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় তেমন কোন উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র না থাকায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের বিনোদনের জন্য বোনারপাড়া কলেজ মোড়ে কুসুমকলি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকালে পার্কটি উদ্বোধন কালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ।
তিনি বলেন, ধনী লোকদের জন্য কিন্তু অনেক সুযোগ-সুবিধা আছে। সাধারণ জনসাধারণের এসব সুযোগ সুবিধা নেই। এ পার্কটি করায় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশা আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু। এছাড়া জামাত ও বিএনপি’র নেতাকর্মী, শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।