বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের “গেজেটেড মর্যাদার সহ দশম গ্রেড প্রদানের সর্বোচ্চ আদালতের রায়”উপলক্ষে ইফতার মাহফিল ও দশম গ্রেড রীট মামলার বাদীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান হয়।
প্রধান শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক এএম জিয়াউর রহমান এর সভাপতিতে বক্তব্য রাখেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সমিতি ও দশম গ্রেড মামলার অন্যতম বাদী দেলো নূর হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক সমিতির হরিশচন্দ্র বর্মন,সাধারণ সম্পাদক আ.হ.ম রুকুনুজ্জামান ফারুক, রুহুল আমিন সহ অন্যরা।