বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় সমস্যা সংজ্ঞায়ন ও প্রাথমিক ধারণা প্রণয়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গাইবান্ধা পৌরসভা ও জিআইজেড প্রকল্পের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার সার্কিট হাউসে কর্মশালার উদ্বোধন করেন
গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করে প্রশাসক বলেন,গাইবান্ধা পৌরসভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যে সকল সমস্যা চিহ্নিত করা হবে সেগুলো পৌরসভা সক্ষমতার ভিত্তিতে এবং জিআইজেড প্রকল্পের সহায়তায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। আর সেটা করতে হলে পৌরসভার নাগরিকগণের মতামত নেওয়া প্রয়োজন।
কর্মশালায় উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ, অপূর্ব সাহা, তামান্না সালাম, আরবান প্ল্যানার ফাতেমাতুজ জোহরা ও ইরফান হোসাইন প্রমুখ।