সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
ময়নুল ইসলাম : ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। সারাদেশের ন্যায় গাইবান্ধার বিভিন্ন মার্কেটগুলোতে নানান বয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভিড় শুধু মার্কেটগুলোতেও নয়। রয়েছে ফুটপাতের জুতা, স্যান্ডেল, অলঙ্কার ও কসমেটিকসের দোকানেও। এসব ফুটপাত থেকে ক্রেতারা সাধ্যের মধ্যে জুতা, স্যান্ডেল,পোশাক, অলঙ্কারসহ প্রয়োজনীয় নানান জিনিসপত্র কিনছেন।
গতকাল দুপুরে গাইবান্ধার পৌর শহীদ মিনার গেট সংলগ্ন ফুটপাতের জুতা, স্যান্ডেল ও অলঙ্কারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের দৃশ্য ধারণ করা হয়।