সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়া পরিবারের কল্যাণ কামনায় ইফতার মাহফিল উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের খোদ্দমালিবাড়ী মাঠবাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ৬নং ওয়ার্ডের সভাপতি আশাদুজ্জামান আশাদুলের সভাপতিত্বে ও আব্দুর রউফের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিসুজ্জামান খান বাবু, সদর থানার বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, আশরাফুল সরকার হাফিজার, উপজেলা সাবেক সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,আব্দুস সবুর, ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মাজু, সাধারন সম্পাদক ফাওজুল করিম ফুল, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল সর্দার, এনামুল হক লাবলু, আবুল কাশেম আজাদ সাদা, মামুন অর রশিদ লাল মিয়া, এ কে এম ফজলুল হক, যুবদলের ইউনিয়ন সভাপতি জুয়েল মিয়া, সাধারন সম্পাদক টুটুল প্রামানিক, গোলাম আযম, শাহিন মিয়া সাক্কা,সাইদুর রহমান প্রমুখ।