শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্র পুনরুজ্জীবিত করনের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল গাইবান্ধা জেলা প্রসাসক কার্যালয়ের সামনে রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র পুনরুজ্জীবিত করণ আহব্বায়ক কমিটির উদ্যাগে ইউনিয়নের এলাকাবাসি কে নিয়ে ঘন্টাব্যাপি মানবন্ধন করেন। মানবন্ধন চলাকালীন সময়ে আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ আব্দুর রউফ সরকার, রোকন উদ দৌলা, পাপুল রানা, সবুজ মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করতে হবে। অন্তঃবিভাগ বন্ধ থাকায় এবং বহিঃবিভাগ অনিয়মিত হওয়ায় স্টাফদের দায়িত্বহীনতায় প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা নিতে এসে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা গরীব রোগীরা।
মানবন্ধন শেষে এলাকাবাসী গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর হাতে স্বারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে গাইবান্ধার সিভিল সার্জন এর উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে সিভিল সার্জন বরাবর ও অনুলিপি প্রদান করেন।