শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ রংপুরের হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ এরশাদুল ও মোঃ হামিদুল। তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল এবং একটি বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com