বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

ভরতখালীতে ভিজিএফের বেওয়ারিশ চাল আটক

ভরতখালীতে ভিজিএফের বেওয়ারিশ চাল আটক

ভরতখালী (সাঘাটা) থেকে জিল্লুর রহমান ঃ সাঘাটা উপজেলা ২ নং ভরতখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফএর চাল বিতরণ করার সময় কে বা কাহারা ভ্যান যোগে ১০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। ভিজেপির চাল সন্দেহে বিএনপির কিছু নেতা কর্মীরা চাল গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে সামনে এসে চাল চোর আখ্যা দিয়ে ফারুক চেয়ারম্যানের বিচার চেয়ে তারা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন সেই সঙ্গে অবিলম্বে ফারুক আর্মি চেয়ারম্যান গ্রেপ্তার চান। এমতাস্থায় বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে সাঘাটা থানা ইনচার্জ বাদশা আলম, সেনাবাহিনী, ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মির মোঃ আলকামাহ তমাল সহ বিষয়টি প্রাথমিক তদন্ত করে কোন সত্যতা না পাওয়ায়। জব্দকৃত ১০বস্তা চাল আগামীকাল সকাল ১০ টার সময় অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করা কথা বলে চলে যান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com