শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আর্থ সামাজিক ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধিনে গাইবান্ধা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ৫০ দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার জেলা সমাজ সেবা অধিদপ্তরের হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, সহকারি পরিচালক মোঃ কামরুল হাসান, শহর সমাজ সেবা কর্মকর্তা মিজানুর হমান মল্লিক, হিজড়া প্রতিনিধি মৌখাতুন সহ অন্যান্য কর্মকর্তা।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠার সমাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে হিজড়াসহ অন্যান্য অনগ্রাসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন করছে।
এই প্রশিক্ষণ কর্মশালা শেষে ৫০ জন হিজড়াকে প্রত্যেকে উপকরণ ক্রয় বাবদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।