শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা শ্রমিক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধাংশ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল-আলম হিরু ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাইফুল আলম সাকা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সরদার মোঃ শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, জামিলুর রহমান জামিল, মাহমুদা পারুল, সেলিনা আকতার বানু রিনা, মোস্তাক আহমেদ রঞ্জু, আব্দুল করিম, আব্দুস সালাম, মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।