রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গতকাল শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭) এর চুড়ান্ত খেলায় গোবিন্দগঞ্জ উপজেলা দল ৩-১ গোলে সদর উপজেলা দলকে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্দ্ধ-১৭) বালিকা গ্রুপের চুড়ান্ত খেলায় পলাশবাড়ি উপজেলা দল ৪-১ গোলে গাইবান্ধা পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা ক্রীড়া অফিসার প্রমুখ। উল্লেখ্য, এই টুর্নামেন্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গ্রুপে মোট ৮টি করে দল অংশ নেয়।