বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেন। সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে দুদক।
অভিযানটি পরিচালিত হয় ফুলছড়ি উপজেলার উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় বাস্তবায়িত বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঘিরে। অভিযানে চারটি প্রকল্প পরিদর্শন করে দুটির কাজে অসঙ্গতি এবং অনিয়ম পাওয়া যায় বলে জানা গেছে।
দুদকের এই অভিযান পরিচালনা করেন রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসি, উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিদর্শক মঞ্জুরুল হক। তাঁরা প্রকল্পস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই করেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে নির্মাণ সামগ্রীর মান এবং পরিমাণে অনিয়ম ছিলো স্পষ্ট। অভিযানে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা।
উল্লেখ্য, এলজিডি অধীন বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। তবে এবারের অভিযান স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল।