রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর নেতাকর্মীরা গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সাধারণ সম্পাদক আলী আজম মাহমুদ, দাওয়াহ সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনের নিরীহ মুসলিম নারী পুরুষ ও কোমলমতি শিশুদের উপর ঈসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জুম্মার নামায শেষে গাইবান্ধা শহরের ষ্টেশন মসজিদ থেকে শুরু হয়ে গাইবান্ধা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা দাস বেকারীর মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। পরে গাইবান্ধা জেলা শাখার মোঃ ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, সাবেক সভাপতি মোঃ ওবায়দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মোঃ শাওন হাসান প্রমুখ।
মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরাসহ সর্বস্তরের ছাত্রজনতা অংশ নেন।
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানান ঃ ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, সুন্দরগঞ্জ পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহ প্রমূখ।