রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

পাপমোচন করতে ব্রহ্মপুত্র ও যমুনায় পুণ্যার্থীদের ঢল

পাপমোচন করতে ব্রহ্মপুত্র ও যমুনায় পুণ্যার্থীদের ঢল

স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পাপ থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় অষ্টমী স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মের হাজার হাজার পুণ্যার্থী। এ ছাড়াও গাইবান্ধা সদর, সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্নান অনুষ্ঠিত হয়। শনিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া অষ্টমীর এই স্নান চলে বিকেল ৪টা পর্যন্ত। পানি কমে যাওয়ায় পুরাতন ফুলছড়ি ঘাটে যমুনা নদীর হাঁটু পানিতে স্নান সারে পুণ্যার্থীরা।
জানা গেছে, অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করা হিন্দু ধর্ম মতে অত্যন্ত পুণ্যফলদায়ী। এই উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পুণ্যার্থীরা নির্দিষ্ট সময়ে নদীতে অবগাহন করেন। নিজ নিজ ইচ্ছা ও পারিবারিক রীতি অনুযায়ী তারা সঙ্গে আনেন ফুল, বেলপাতা, ডাব, ধান, দুর্বা ও পূজার উপকরণ। এসব সামগ্রী দিয়ে নদীর পাড়ে অর্চনা ও স্নান সম্পন্ন করেন ভক্তরা।
অষ্টমী স্নানকে ঘিরে ফুলছড়ি ঘাট ও বালাসি ঘাটে বসেছে গ্রামীণ অষ্টমী মেলা। সারাবছরের পাপ মোচন করতে আসা ভক্তদের সুস্থ ও সুন্দর থাকার পাশাপাশি তাদের সার্বিক মঙ্গল কামনা করে হিন্দু শাস্ত্রীয় মতে আচার নিয়মকানুন পালনসহ পূজা অর্চনা করতে সহযোগিতা করছে বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহিতরা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com