বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধারকৃত মরদেহের অবশেষে পরিচয় মিলেছে। মৃত ব্যক্তি আবু সালাম (২৯)। তার বাড়ি লালমনিরহাট সদর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। হত্যা বা আত্মহত্যা কিছুই নয়। আবু সালাম একজন মস্তিষ্কবিকৃত ভবঘুরে ছিলেন। তার সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মুখবাঁধা অবস্থায় আবর্জনার স্তূপে থাকার বিষয়টি রহস্যজনক বলে পুলিশ মনে করছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ সর্বশেষ জানা যাবে বলে পুলিশ জানায়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী পৌরশহরের অদুরে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয়রা প্রথমতঃ ঘটনাটি দেখে থানা পুলিশকে জানায়।
পরবর্তিতে পুলিশ ওইস্থান মরদেহ উদ্ধার করে। আবু সালাম লালমনিরহাট জেলার সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার আলী ভূট্টো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ না কেউ ওই যুবককে হত্যা করে ময়লা-আবর্জনার স্তূপের মধ্যে রেখে যেতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা সম্ভব হয়নি। তিনি আরো জানান আবু সালাম একজন মস্তিষ্কবিকৃত ভবঘুরে ছিলেন। একাকী সড়কে ঘোরাঘুরির সময় অজ্ঞাত যানবাহনের সজোরে ধাক্কায় সিঁটকে আবর্জনার স্তুপে ঢুকে তার মৃত্যু ঘটে থাকতে পারে বলেও ধারনা করা হচ্ছে। এদিকে রংপুর থেকে সিআইডি পুলিশের একটি টীম ঘটনাস্থলে এসে নিহত আবু সালামের পরিচয় শনাক্ত করেছে। উদ্ধারকৃত মরদেহ গাইবান্ধায় ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।