সোমবার, ১২ মে ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে মাদকসেবী ও বিক্রেতা আমিনুল ইসলামকে (২৮) ৪ মাসের বিনাশ্রম সাজাসহ অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাঁজাসেবন ও সংরক্ষণের দায়ে এ সাজা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার পৌরশহরের গিরীধারীপুর গ্রামে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এক অভিযানে ৫০ গ্রাম গাঁজা সংরক্ষণ ও সেবনে ব্যবহৃত কলকি জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৫’শ টাকা জরিমানার রায় প্রদান করেন। আমিনুল ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। জব্দকৃত গাজা ও কলকি পুড়ে ফেলা হয়।