মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে মশক নিধন সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও আগাছা পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়। সারা দেশের ন্যায় পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মশক নিধন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে গতকাল বিকালে বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম প্রমূখ।