মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলীজোড় গ্রামে গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে আরেফিনা আকতার (১০) ও রুখসানা আকতার (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আরেফিনা পেপুলীজোর গ্রামের আবেদ আলীর মেয়ে ও রুখসানা রশিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ি সংলগ্ন একটি খালের পাশ দিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল আরেফিনা ও রুখসানা। হঠাৎ রুখসানা পা ফসকে খালের পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে আরেফিনা ওই খালে নামলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা জলাশয় থেকে ওই শিশু দুটির লাশ উদ্ধার করে।