বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ চলতি রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুম থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু’র সভাপতিত্বে এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি রবি মৌসুমে ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আওতায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ২০ কেজি গম বীজ, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১০ কেজি দিনাবাদাম, ১ কেজি সূর্য্যমূখী, ১ কেজি শীতকালীন পেঁয়াজ, ৫ কেজি মসুর, ৫ কেজি মুগ, ৮ কেজি সয়াবিন, ৮ কেি খেসারী ও ২ কেজি অড়হর বীজ বিতরণ করা হয়। একইসাথে প্রত্যেক কৃষক পর্যায় আনুপাতিক হারে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলায় মোট ২ হাজার ৮’শ ৪০ জন কৃষককের মাঝে এসব বিতরণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com