বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন জেলা প্রশাসন

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন জেলা প্রশাসন

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বুলডোজার (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিলেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল রোববার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে অবস্থিত এমএমবি ব্রিকস্ নামীয় ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলীর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযান কালে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে টীম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলীর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশিত আদেশের ঊর্ধ্বে আমরা কেউই না। যথাযথ আইন ও বিধি মোতাবেক অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য; এমএমবি ব্রিকস্ ভাটাটি উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে নুনিয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া অবস্থিত। এসময় চলমান অভিযান কার্যাক্রম বন্ধে ইটভাটা মালিকসহ সংশ্লিষ্টরা হাইকোর্টের একটি ভিত্তিহীন কাগজ নিয়ে এসে প্রদর্শন পূর্বক অভিযান কার্যক্রম বাধাগ্রস্থ করতে স্থানীয়দের সাথে নিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। কিন্তু সর্বোপরি অভিযান পরিচালনা কালীন ভাটাটির সামগ্রিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com