রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

নারী ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

নারী ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ সারা দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
গত সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় শহরের ডিবি রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধে জোটের আহবায়ক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্ত প্রসাদ, কর্মজীবী নারীর মাহমুদা বেগম, দুর্বার নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, সাজেদা পারভীন রুনু, সামাজিক উদ্যোক্তা দলের বিপুল কুমার দাশ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি প্রতীমা চক্রবর্তী, প্রিয়ন্তী, বিশ্বজিৎ বর্মন। এসময় বক্তরা সারা দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের ন্যায় বিচার প্রাপ্তির দাবী জানানো হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com