মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন

নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন

নলডাঙ্গা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
গতকাল রোবাবার উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে ২জন, সাধারন সম্পাদক পদে ৩ জন ও সাংগাঠনিক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে রেজাউন্নবী লেবু (ছাতা)৩০৩ ভোট পেয়ে সভাপতি, মোজাম্মেল হক মিলন (ফুটবল) ২২৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক ও মোশারফ হোসেন (মাছ)২১২ ভোট পেয়ে সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
এর আগে নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউন্নবী লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামসুল হাসান ছামসুল। নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রভাষক হামিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আব্দুস ছালাম,আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন,সুইট বকসী ও আনোয়ারুল ইসলাম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com