সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষকের প্রাণ কেড়ে নিলো চলন্ত ট্রাক গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক সন্ত্রাসী হামলায় গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতা মামুন আহত জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের ইফতার সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক সংস্থার ইফতার সম্মেলন ও দোয়া মাহফিল সাঁওতাল হত্যা ও নির্যাতনকারীদের বিচার, ক্ষতিপূরণ দাবি স্মৃতিচারণ ও ভিক্টিমদের সম্মাননা প্রদান মালচিং পদ্ধতিতে আগাম ঝিঙে চাষ,বাম্পার ফলনের সম্ভাবনা

নলডাঙ্গায় শত্রুতামূলক পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নলডাঙ্গায় শত্রুতামূলক পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নলডাঙ্গা প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রতার জের ধরে মোশারফ হোসেন নামের এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রায় ২লক্ষাধিক টাকা মুল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশি আওয়ামীলীগ নেতা তোতা মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি মোশারফ হোসেনের বাড়ির সামনের পুকুরে এঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ মোশারফ হোসেন জানান পৈত্রিকসুত্রে প্রাপ্ত পুকুরটি ২০/২৫ ধরে আমি ভোগ দখল করে মাছের চাষাবাদ করে আসছি। এরই মধ্যে আমার প্রতিবেশি মৃত মফিজ উদ্দিনের ছেলে পরসম্পদ লোভি ও কলহপ্রিয় আওয়ামীলীগ নেতা তোতা মিয়া এবং তার পরিবারের লোকজন আমার দখলীয় পুকুরে জমি পাবে বলে অন্যায় দাবি করেন। সেই সুত্রে ঘটনার আগেরদিন বুধবার বিকালে তোতা মিয়া ও তার ছেলে শাকিল মিয়া আমার পুকুরে জোরপূর্বক স্যালো মেশিন লাগিয়ে সেচ দিয়ে ওই পুকুর থেকে মাছ ধরতে থাকেন।
এসময় আমি বাধা দিলে তারা আমার ওপর মারমুখী হয়ে উঠেন। এমতবস্থায় আমি নিরূপায় ওইদিন থানায় একটি অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে স্যালো মেশিনটি তুলে দিয়ে মাছ ধরা বন্ধ করে দেয়। এই ক্ষোভে তোতা মিয়া ঘটনার রাতে কোন একসময় পরিকল্পিত ভাবে ওই পুকুরে বিষ ঢেলে দেয়। পরের দিন শুক্রবার ভোর থেকে পুকুরে বিভিন্ন ধরনের মাছ ভাসতে থাকে। এতে ৩০ থেকে ৩৫ মন মাছ নিধন করে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনার ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিবো।
এদিকে আনীত অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তোতা মিয়া তা অস্বীকার করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com