শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের ২০ বছর পূর্তি

ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের ২০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টারঃ গত বুধবার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গার আশার আলো বিদ্যাপীঠের ২০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশার আলো বিদ্যাপীঠের ২০০৬ -২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীরা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১১টায় একটি আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধানসহ শিক্ষকমণ্ডলীদের নিয়ে ঈদ পূর্ণমিলনীর অনুষ্ঠানের কেক কেটে উদ্বোধন করেন কামারপাড়ার প্রবীণ শিক্ষাবিদ খন্দকার আজিজুর রহমান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী প্রভাষক গোলাম মোস্তফা ও শিক্ষার্থী সারার সঞ্চালোনায় এতে প্রধান অতিথি থেকে দিকনির্দেশনামুলোক আলোচনা করেন রংপুরের সিনিয়র (জেলা ও দায়রা জজ) সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার। এতে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক শাহ্ মোঃ হানিফ মিয়া, এটি এম রাশেদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানের প্রধান মাহবুবুর রহমান, এছাড়া স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত হাসানুজ্জামান সরকার, আসিফ শাওন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম, বুয়েট শিক্ষার্থী জাহিদ আলম জুয়েল, মেডিকেল শিক্ষার্থী আয়ূব আলী সুজন, শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com