মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সাদুল্যাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে যুব সমাজের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি টেপটেনিস শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
গত শনিবার ধাপেরহাটে ইউনিয়নের মধ্যনিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩( সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। এ সময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক মো: তৌফিকুর রহমান,সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন,ধাপেরহাট ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাহ মুশফিকুর রহমান সাগরসহ স্থানীয় দায়িত্বশীলগণ।