বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
ময়নুল ইসলাম ঃ গাইবান্ধার ঐতিহ্যবাহী হাট হিসেবে দারিয়াপুরের বেশ সুনাম রয়েছে। আর কয়েকদিন পর পবিত্র ঈদ থউল- ফিতর। এই ঈদকে সামনে রেখে দারিয়াপুরে পুরোদমে জমে উঠেছে কেনাবেচা। ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন দোকানগুলোতে আলোকসজ্জাও করা হয়েছে। এছাড়া ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দোকানিরা আগে ভাগেই তাদের পণ্যের পসরা সাজিয়েছেন। এই দারিয়াপুরে অন্যান্য বছরে রমজানের শেষ দিকে বেচাকেনা জমলেও এবার ১৫ রোজা থেকেই দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিঞা ম্যানশন, নিউমার্কেট, ভাই ভাই সুপার মার্কেট ও ও বিভিন্ন বস্ত্র বিতানসহ কাপড়ের দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত। নারী-পুরুষ শিশু সহ নানান বয়সী মানুষেরা পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন এই দোকানগুলোতে।
পছন্দের পোশাক কিনতে আসা কয়েকজন স্কুল শিক্ষার্থী মাওয়া,মনি নুসরাত, ফুয়াদ, ফারহানের সাথে কথা হয়, তারা জানান, প্রতি ঈদে আমরা এই দারিয়াপুরে ইদের পোশাক কিনতে আসি। কিন্তু গতবারের চেয়ে এবার একটু দাম বেশি হলেও পছন্দের পোশাক কিনেছি। মালিবাড়ী, ঘাগোয়া, কামারজানি, খোলাহাটি, লক্ষ্মীপুর থেকে পোশাক কিনতে আসা কয়েকজন নারী ক্রেতা, আফরোজা, ফরিদা, শেফালী বলেন , ঈদ আসলেই নিজের জন্য পোশাক না কিনলেও সন্তানের জন্য তো কিনতে হয়, কয়েকটি দোকান ঘুরে সামন্য টাকা বেশি দিয়ে সন্তানদের জন্য কিনতে হলো। দারিয়াপুর বস্ত্রালয়ের কর্ণধার শহিদুজ্জামান রিজু বলেন, অন্যান্য বারের চেয়ে এবার ঈদে কেনাবেচা আগেভাগেই শুরু হয়েছে। বেচাকেনাও মোটামুটি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনাও তত বাড়বে বলে তিনি মনে করেন।
নিপুন ফ্যাশনের মালিক মাসুদ করিম বলেন, আমাদের দোকানে সব বয়সী মানুষদের জন্য রেডিমেড পোশাক বিক্রি করি। বেচাকেনাও খুব ভালো হচ্ছে। এছাড়া বিভিন্ন জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা যায়।
এদিকে ক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য নিয়মিত মনিটরিং করছেন দারিয়াপুর বন্দর ব্যবসায়ী এসোসিয়েশনের নেতারা।