শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ তিস্তা নদীর সুরক্ষা এবং নদ-নদীর সুরক্ষার দাবিতে গতকাল বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি হলে তিস্তা কনভেনশন অনুষ্ঠিত হয়। বাসদ রংপুর রাজশাহী বিভাগ এই তিস্তা কনভেনশনের আয়োজন করে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, নদী বিশেষজ্ঞ শেখ রোকন, বেরোবির সহযোগী অধ্যাপক আলী রায়হান, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আলতাফ হোসেন রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি মামুনুর রশীদ মামুন, এ্যাডঃ রোকন উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস।