বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন দেশ পরিচালনার জন্য আল্লাহর নিকট বরকত চাই। জামায়াতে ইসলামী নির্বাচনের প্রস্তুতি অর্জনের জন সর্বদা সচেষ্ট থাকে। গত বৃহ¯পতিবার বিকালে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর পূর্নাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও সমাজসেবক ডাঃ আব্দুর রহিম সরকার। শুরা সদস্যদগণের শপথ অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।
কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, জেলা জামায়াতের ইসলামীর সিনিয়র নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির রানা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম মন্ডল ও অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ। অন্যান্য শুরা নির্বাচিতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা থেকে অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু ও অধ্যাপক আতাউর রহমান, সদর উপজেলা থেকে মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মাওলানা আব্দুল বারী, সাঘাটা উপজেলা থেকে মাওলানা ইব্রাহিম হোসেন, পলাশবাড়ী উপজেলার থেকে মাওলানা একরামুল হক, সাদুল্যাপুর উপজেলা থেকে এরশাদুল হক ইমন, ফুলছড়ি উপজেলা থেকে মাওলানা আনিসুর রহমান।