মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় আলম মন্ডল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি উপজেলার গুমানীগঞ্জ ইউনয়নের অনন্তপুর গ্রামের সাইদুর মন্ডলের ছেলে। নিহত আলম বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানির স্থানীয় ডিলার হাউজের সেলস্ম্যানের হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের পার্বতী সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় যানজটে আটকা পড়া একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আলম মন্ডল। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দু’টি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের “গেজেটেড মর্যাদার সহ দশম গ্রেড প্রদানের সর্বোচ্চ আদালতের রায়”উপলক্ষে ইফতার মাহফিল ও দশম গ্রেড রীট মামলার বাদীদের সংবর্ধনা