বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে একাধিক নাশকতা মামলার আসামি হোসাইন ওরফে জিহাদী (২৭) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার নাকাইহাট ইউনিয়নের নাকাইহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হোসাইন জিহাদী নাকাইহাট ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিল। সে নাকাইহাট গ্রামের আ: লতিফ মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হোসাইন জিহাদী একজন সক্রিয় শিবির কর্মী। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় দু’টি নাশকতার মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাকাইহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো হবে।