মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গোবিন্দগঞ্জ মহাসড়কে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬৬ পদাতিক ডিভিশন ও ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন রংপুর অঞ্চলের অধীনস্থ গাইবান্ধা সেনাক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার (ডব্লিউও) রাকিবুল আলমের নেতৃত্বে সেনা সদস্যরা যানজট নিরসনে কাজ করতে দেখা যায়।
ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম জানান, গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কে শহরের ভেতর বিভিন্ন জায়গায় অবৈধভাবে যাত্রী ওঠানামা, উলটো পথে গাড়ি চলাচল, সড়কের ওপর অবৈধ স্থাপনা, নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এসব বিষয় মাথায় নিয়ে ঈদ পরবর্তী কর্মজীবী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।