সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ছিনতাইকারী চক্র যাত্রী সেজে ইজিবাইক ভাড়া নিয়ে মাঝপথে চালককে আহত করে ইজিবাইক ছিনতাই করেছে ।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার থেকে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য যাত্রী সেজে ইজিবাইক ভাড়া নিয়ে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা কাটাখালী ব্রিজের পাশ্বে হাওয়াখানা নামক স্থানে পৌঁছুলে যাত্রীবেশী ছিনতাইকারীরা ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যে চালক নিতু কুমারের মুখে কসটেপ লাগিয়ে মারধোর শুরু করে। এক পর্যায়ে তাদের মারপিটে নিতু অজ্ঞান হয়ে পড়লে জোরপূর্বক তাকে ইজিবাইক থেকে রাস্তায় ফেলে দিয়ে ওই চক্রটি ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা আহত ইজিবাইক চালক নিতুকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করায়। এ ঘটনায় আহত ইজিবাইক চালক নিতু রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই তাহসিনুর রহমান ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করে ইজিবাইকটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।