বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে হানিফ গাড়ি তল্লাশী করে পুলিশ বিপুল মাদক দ্রব্য উধদ্ধার করেন। এসময় গাড়ীর ড্রাইভার,সুপার ভাইজার ও হেলপারকে আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০ টায় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল এবং মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে দিনাজপুর হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসে তল্লাসী চালিয়ে বাসের ভিতর বিশেষ কায়দায় ব্যাগে রাখা ১৯০ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও ৯০০ পিস প্যাথিডিনসহ হানিফ গাড়ির ৩ স্ট্যাফকে আটক করেন।
আটককৃতরা হলেন, গাড়ীর সুপারভাইজার রবিউল ইসলাম (২৬) পিতা রেজাউল করিম সাং বিজুল বাজার থানাঃ বিরামপুর, বাসের হেলপার শাহআলম (৩০) পিতা দারাজ উদ্দীন সাং নিম নগর বালুবারী থানা সদর উভয় জেলা দিনাজপুর, বাসের ড্রাইভার পলাশ সরকার (৩৫) পিতা পরেশ চন্দ্র সরকার সাং হাজরা থানা জেলা নাটোর।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,হানিফ পরিবহনের আটককৃত ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার চক্র দীর্ঘ দিন হতে সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।