রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ পুলিশের এএসআই আনিসুর গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ পুলিশের এএসআই আনিসুর গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমান (৪০) নামের পুলিশের এক এএসআইকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনিসুর রহমান পলাশবাড়ি থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে এএসআই আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে- মামলা নং- জিআর ২৩/২৫।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা জানান, মাদকদ্রব্যসহ গ্রেফতাকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে- পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com