সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পানিতে আবু সায়েম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবু সায়েম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সাজুর ছেলে। তাদের বাড়ী ভাগদড়িয়া গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ীর উঠানে খেলা করছিল সায়েম। এসময় পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশুটি। পরে খোঁজা-খুজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা। ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।