রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের কিলঘুষিতে রাজমিস্ত্রীর মৃত্যু

গোবিন্দগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের কিলঘুষিতে রাজমিস্ত্রীর মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলায় কাজের পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে ইয়ার হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার দিনগত রাত ৮ টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ইয়ার হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ইয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে ইয়ার হোসেনের কাজের দুইশ টাকা পাওনা ছিল। রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় মেহেদী আকন্দ ইয়ার আলীকে ঘুষি মারেন। এতে ইয়ার আলী অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com