শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে একটি স্বর্ণের দোকানের দেয়াল কেটে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরেরা।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোড সংলগ্ন হাজ্বী মার্কেটে অবস্থিত ‘অলংকার জুয়েলার্স’ নামক সোনার দোকানের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র সরকার প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরের দিন শনিবার সকাল ১০টার দিকে তিনি দোকান খুলে ভিতরে প্রবেশ করে দোকানের দেয়াল কাটা দেখতে পান। এ সময় দোকানে থাকা লোহার সিন্দুকে রক্ষিত স্বর্ণগুলো না থাকায় চুরির বিষয়টি তিনি বুঝতে পারেন। কার্তিক চন্দ্র জানান, তার দোকানের পাশ্ববর্তী দোকান সেতু লাইব্রেরীর ভিতর দিয়ে ঢুকে দেয়াল কেটে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষনিকভাবে গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম একদল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী কার্তিক চন্দ্র সরকার এ চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, দোকানের সিন্দুকে থাকা ৭০ ভরি সোনার বিভিন্ন ধরনের তৈরী গহনা চোরেরা সবই নিয়ে গেছে। এ চুরির ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, এ দুর্ধর্ষ চুরির ঘটনায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ব্যবসায়ীদের মাঝে ভীতির সঞ্চার হয়েছে।