বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জে কৃষকদলের ইফতার মাহফিলে হামলার ঘটনায় গাইবান্ধা জেলা তাঁতীদলের সাবেক সদস্য মাফিজুর রহমান খোকনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে গকতাল রোববার বিকেলে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে মাফিজুর রহমান খোকন লিখিত বক্তব্য পাঠকালে বলেন, ৮ মার্চ গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের শ্রীমুখ হাফিজিয়া মাদ্রাসায় গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকদলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে কৃষকদলের নেতৃবৃন্দ স্থানীয় ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীকে দাওয়াত না দিয়ে ফ্যাসিষ্ট সরকারের দোসরদের সাথে নিয়ে ইফতার মাহফিলের প্রস্তুতি নেয়। উক্ত ইফতার মাহফিলে ফ্যাসিষ্টদের সাথে নেয়ায় এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীকে দাওয়াত না করায় এলাকার বিএনপি সমর্থিত সাধারণ লোকজন এর প্রতিবাদ করলে ইফতার আয়োজকদের সাথে কথা কাটাকাটি হয়। সেখানে আদৌ কোন মারপিটের ঘটনা ঘটেনি। স্বেচ্ছাসেবক দল নেতা আবু নাইম সরকার এবং আবু তারেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।