বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাক হেল্পার ও মোটর সাইকেল চালকসহ পৃথক ঘটনায় ৩ জন নিহত

গোবিন্দগঞ্জে ট্রাক হেল্পার ও মোটর সাইকেল চালকসহ পৃথক ঘটনায় ৩ জন নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক ও ট্রাকের হেল্পারসহ পৃথক ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার খলসী নামক স্থানে থেমে থাকা ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাকে দ্রুতগামী অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে আলুবাহী ট্রাকের হেল্পার হাসান আলী (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত হাসান গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল আলীর ছেলে। একই দিন সন্ধ্যার আগে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পার্বতী মার্কেটের সামনে মোটরসাইকেল চালিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় যানজটে আটকে থাকা ১ টি ট্রাক ও অটোর মাঝখানে চাপা পড়ে মোটর সাইকেল চালক গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আলম মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যায়। নিহত আলম মিয়া একটি সিগারেট কোম্পানির সেলসম্যান পদে চাকুরী করতেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর রহমান সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর (সরদারপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২০) বাবার ওপর অভিমান করে রোববার বিকেলে বাড়ির সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com