বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের আওতায় ১৭ ইউনিয়ন ও পৌর সভার কৃষকদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন।
বিতরণ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্পৃসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১ হাজার ৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন, পেঁয়াজ খেসারি, অড়হড়, হাইব্রিড ধান, মুগ ও মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com