বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ

গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ


স্টাফ রিপোর্টার : গাইবান্ধা প্রেসক্লাবে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে গতকাল শনিবার টিসিবির পণ্য বিতরণ করা হয়। সাংবাদিক সহকর্মীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রিয়ন ইসলাম রকি। এসময় সভাপতি- সাধারণ সম্পাদক জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক এ.কে এম হেদায়েতুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিসিবির প্যাকেজ পণ্যর মধ্যে রয়েছে চিনি এক কেজি, মসুর ডাল দুই কেজি, ছোলা এক কেজি ও ভোজ্য তেল দুই লিটার। প্রথম পর্যায়ে ৭৫জন সাংবাদিক সদস্যের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com