রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। পৌর শহীদ মিনার চত্বরে আয়োজিত জেলা সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বেগম ক্রিক। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, মানোয়ার হোসেন চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমূখ।
সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা, যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, শিখা চক্রবর্ত্তী, জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান, এস,কে আনারকলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, প্রচার সম্পাদক নিলিমা আক্তার লিলি, তথ্য সম্পাদক সৈয়দ রাজিয়া মোস্তফা, ত্রাণ সম্পাদক হোসনে আরা রানী, সদস্য জাকিয়া আনোয়ার, মহিলা আওয়ামী লীগ ঢাকা উত্তর এর সাংগঠনিক সম্পাদক মুনতাহা হাবীব মিম, সদস্য শাহিনা আক্তার সাথী, জেলা শাখার সদস্য সাজেদা পারভিন রুনু, সেলিনা আক্তার বানু মিনা, লাব্বী বেগম, মনিকা রানী, শিরিন আরা শেফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক মাহমুদা বেগম পারুল।