রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি নিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। গত বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা ও পৌর পার্কের বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেন- গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা পুলিশ এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান- গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা ও পুলিশ এর অন্যান্য পুলিশ প্রধানরা।
পরে সকাল ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চোধুরী মোয়াজ্জম আহমদ (যুগ্ন সচিব) ও বিশেষ অতিথি গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।
পলাশবাড়ী প্রতিনিধি জানান ঃ পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।
গত বুধবার সূর্যোদয়ের সাথে-সাথে পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এর পরপরই মহান একাত্তরে বীর শহীদদের প্রতি বিনম্র গভীর শ্রদ্ধা জানিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পাদদেশে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার ও থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী (ভূট্টো) ছাড়াও পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সমূহের নেতৃবৃন্দের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি-উন্নতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, ভবন, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন।
সকালে স্থানীয় এস. এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন কালে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষার্থীদের সমাবেশ ও কুজকাওয়াজ পরিদর্শন। এসব কর্মসূচীতে অংশগ্রহণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১১টায় স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাদ যোহর ও সুবিধামত সময় সকল মসজিদ,মন্দির এবং অন্যান্য উপাসনালয়ে সমগ্র জাতির শান্তি,সার্বিক উন্নয়ন-অগ্রগতি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা ছাড়াও ইফতার কালীন হাসপাতাল এবং এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
সাদুল্লাপুর প্রতিনিধি জানানঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের উপস্থিতিতে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।