শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শুক্রবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসের সূচনা লগ্নে রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, গাইবান্ধা প্রেসক্লাব, প্রগতি লেখক সংঘ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যদের প্রভাতফেরি, শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি এবং সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মহান ভাষা আন্দোলনে অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বাদ জোহর ভাষা শহিদদের রুহের শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দিনের সুবিধামত সময়ে সকল মন্দির গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। সন্ধ্যা ৭টায় পৌর শহীদ মিনার চত্বরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ভাষা আন্দোলনের উপর নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com