বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন

গাইবান্ধায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায় কুঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায়ে দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নামে বিচারপ্রার্থী বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্ণিত প্রকল্পভুক্ত গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার উদ্বোধনের জন্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারকে মনোনীত করেন।
এ উপলক্ষে রোববার বিশ্রামাগার ন্যায় কুঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার (সাধারণ ও সংস্থাপন শাখা) সিনিয়র সহকারী জজ মোঃ অলি উল্লাহ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক মোঃ শাফি উল্লাহ, জেলা বার এসোসিয়েশনের আহবায়ক অ্যাডঃ সেকেন্দার আজম আনাম, সদস্য শরিফুজ্জামান বাবুল, রফিকুল ইসলাম সরকার বুলু, অ্যাডঃ মনজুর মোর্শেদ বাবু, গোলাম শহীদ রনজু, সাঈদ আল আসাদ, শাহ আলম প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com