বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়। এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে কর্মশালার উদ্ধোধনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দীন টুকু। জাতীয় নির্বাহী কমিটির ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন ও নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডঃ ফারজানা শারমিন পুতুল।
কর্মশালার শুরুতে ৩১ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের উপর বগুড়ার আঞ্চলিক ভাষায় ভিডিও ক্লিপ, বিএনপি প্রতিষ্ঠার ডকুমেন্টারী ও ঐতিহাসিক ৭ নভেম্বরের উপর ডমুমেন্টারী তুলে ধরা হয়।
কর্মশালা শেষে দুপুরে মধ্যহ্ন ভোজের পর দ্বিতীয় পর্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি কর্মশালায় অংশ নেওয়া উপস্থিত নেতাকর্মীদের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন এবং নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরআগে, কর্মশালায় অংশ নিতে গত সোমবার রাতেই গাইবান্ধা এসে পৌছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা আলহাজ্ব সুলতান সালাউদ্দীন টুকুর নেতৃত্বে ৬ সদস্যের কেন্দ্রীয় নেতারা।