শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ও বোয়ালী ইউনিয়নের ৩০ জন কৃষকের মাঝে বিনামুল্যে সরকারিভাবে আমনের চারা বিতরন করা হয়। গত শনিবার উপজেলা কৃষি সম্প্রসারন বিভাবের উদ্যোগে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমিতে রোপনের জন্য আমন ধানের চারা সরবরাহ করা হয়। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারি গ্রামের কমিউনিটি বীজ তলা থেকে এই চারা প্রদান করা হয়।
চারা বিতরনকালে উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা আবদুর রশিদ, ওহিদুল ইসলাম এবং জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষকনেতা নুরুল আমিন, এন্তাজ আলী প্রমুখ।