মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধা বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদুল্যাপুর-পলাশবাড়ি আসনের সাবেক এমপি ও বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকি দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হিরু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রণজিত বকসী সূর্য্য, রেজাউল করিম রেজা, খায়রুল ইসলাম প্রমুখ।