রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ফলদ বনজ ও ঔষধি বৃক্ষ মেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সামাজিক বন বিভাগ রংপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান, নার্সারী মালিক সমিতির আবদুস সালাম প্রমুখ। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের ২৬টি স্টল স্থাপন করা হয়েছে।