মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধা শ্রম জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জেলা পর্যায়ে “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি এর সহকারী পরিচালক নেশারুল ইসলামের সভাপতিত্বে শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহিজ উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ ও কিশোর কুমার সরকার,ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মিরাজুল ইসলাম, রিজন সম্প্রদায়ের নেতা রাজেস বাসফোর, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধুমাত্র আমরা পড়াশুনা এবং চাকরির পেছনে ছুটি। দেশের সকলেই তো চাকরি দেওয়া সম্ভব নয়। সুতরাং চাকরির পিছনে না ছুটে আমরা নিজেদেরকে নিজেরা বিভিন্ন কাজে দক্ষ হিসেবে তৈরি করে তুলি। তাহলেই এদেশে বেকারত্ব দূর হবে। এবং সমাজে যত সমস্যা রয়েছে সব সমাধান হয়ে পারে।